বেতাগীতে ভিজিএফ এর চাল জব্দ

বেতাগী বরগুনা প্রতিনিধিঃ বেতাগী সদর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফের ২৭ বস্তা চাল জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (০৮ জুন) উপজেলার বেতাগীর সদর ইউনিয় পরিষদ ভবন থেকে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এ চাল জ’ব্দ করেন।

অভিযান কালে তিনি ইউনিয়ন পরিষদ ভবনে মৎস্য ভিজিএফের অ-বিতরণকৃত ১১০ বস্তা চাল মজুদ পান।

২৭ বস্তা চাল জ’ব্দ করে ইউনিয়ন পরিষদের সচিব লিটন চন্দ্র সমাদ্দারের জিম্মায় রাখেন।

এ বিষয়ে চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খলিফার কাছে জানতে চাইলে তিনি জানান, এখনো ৩১ জন জেলা এবং ৮ জন স্বেচ্ছাসেবকদের মধ্যে চাল বিতরণ বাকি আছে। পরে উপজেলা নির্বাহী অফিসার ৩১ জন জেলের চাল বাদ দিয়ে উক্ত ৮ জন স্বেচ্ছাসেবককে তার দপ্তরে হাজির করার নির্দেশ দেন।

বেতাগী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবির খলিফা বলেন, স্বেচ্ছাসেবকদের মধ্যে বিতরণের জন্য এই চাল মজুদ ছিল যদি তাদের চাল দেওয়ার বিধান না থাকে তাহলে আমরা উক্ত চাল গরিব ও অসহায়দের মাঝে বিতরণ করে দেব।

মৎস্য কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, স্বেচ্ছাসেবকদের ভিন্নভাবে চাল দেয়ার কোন বিধান নেই।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৭ বস্তা চাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।