
নতুন করে দায়ের করা একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বৃহস্পতিবার (৮ জুন) ইসলামাবাদ হাইকোর্ট তাকে জামিন দেন।
এর আগে দুর্নীতি মামলায় গত ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেফতার হন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
বর্তমানে বিভিন্ন ফৌজদারি মামলায় জামিনে মুক্ত রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১৫০টি মামলা করা হয়েছে। যদিও দুর্নীতিসহ সব মামলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সর্বশেষ বুধবার (৭ জুন) পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চেয়ে একজন আইনজীবীকে হত্যার ঘটনায় ইমরান খানের নাম উল্লেখ করে মামলা করে।
ফের গ্রেফতার এড়াতে এই খুনের মামলায় আগাম জামিন নিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।