চট্টগ্রামে চালু হলো ছাদখোলা পর্যটক বাস

চট্টগ্রাম নগরীতে চালু হলো বিশেষ পর্যটক বাস। নগরীর টাইগারপাস-ডিসি পার্ক-পতেঙ্গা রুটে ছাদখোলা এই বাস চলাচল করবে।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শনিবার সকালে নগরীর সার্কিট হাউসে পর্যটক বাসের উদ্বোধন করা হয়। এই বাস পর্যটক-ভ্রমণপিপাসুদের সমুদ্র-পাহাড়-নদী ঘেরা বন্দর নগরী চট্টগ্রামের সৌন্দর্য ভিন্নভাবে দেখার সুযোগ করে দেবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

নগরীর টাইগার পাস এলাকা থেকে ছাদখোলা ডাবল ডেকার বাসে চড়ে নগরীর প্রাকৃতিক সৌন্দর্য্য আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে তৈরি দৃষ্টিনন্দন পথ দেখতে দেখতে যে কেউ সহজে পৌঁছে যেতে পারবেন পতেঙ্গার সমুদ্র সৈকতে।

এজন্য আপাতত দুটি বাস চালু হয়েছে। বাসে রয়েছে ওয়াই-ফাই, নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা। এছাড়া পর্যটক বাড়লে ভবিষ্যতে আরও ২০ টি ইলেকট্রিক বাস চট্টগ্রামের রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।টাইগারপাস-ডিসি পার্ক-পতেঙ্গা রুটে এই পর্যটক বাসের বর্তমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। সপ্তাহের সাতদিনই এই পর্যটক বাস চলাচল করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।