মানুষ ভোট দিতে পারলে জয়ী হব: ফয়জুল করিম

ইভিএম নিয়ে কিছুটা সংশয়ে থাকলেও ভোটের পরিবেশ দেখে দারুণ খুশি বরিশাল সিটি করপোরেশনের মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

আজ সোমবার সকাল ৮টায় ভোট শুরুর পর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী হাউজিং আব্দুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দিয়ে জয়ের আশা প্রকাশ করেছেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী।

এসময় তিনি বলেছেন, ভোট যদি সুষ্ঠু হয়, তবেই তিনি ফল মেনে নেবেন, তা না হলে ‘অন্য ব্যবস্থা’।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফয়জুল করীম বলেন, “মাত্র নির্বাচন শুরু হয়েছে এখন পর্যন্ত কোথাও সমস্যার খবর পাইনি। কাউনিয়ায় একজন এজেন্টকে নামিয়ে দিয়েছিল পরে তার সমাধান হয়েছে।”

বরিশাল সিটির ১২৬টি ভোটকেন্দ্রে এবারই প্রথম ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। এ সিটিতে ভোটার রয়েছেন ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

ফয়জুল করীমের ভাষ্য, ইভিএমের বিষয়টা ‘একটু জানলে’ ভোট দেওয়া সহজ। কিন্তু ইভিএম নিয়ে যে শঙ্কা তা অনেক ‘কঠিন শঙ্কা’।

নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদ জানিয়ে হাতপাখার প্রার্থী বলেন, “যদি মানুষ ইনশাআল্লাহ… ভোট দিতে পারে, তবে সব্বোর্চ ভোট পেয়ে হাতপাখা বিজয়ী হবে।”

এছাড়া জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন (লাঙ্গল), জাকের পাটির মিজানুর রহমান বাচ্চু গোলাপফুল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. আলী হোসেন হাওলাদার (হরিণ), মো. আসাদুজ্জামান (হাতি) ও মো. কামরুল আহসান (টেবিল ঘড়ি) প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র পদে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।