‘খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়ে গেলে দায় সরকারকেই নিতে হবে’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, খালেদা জিয়ার কোনো ক্ষতি হয়ে গেলে দায় সরকারকেই নিতে হবে। চিকিৎসকদের সুপারিশ অনুযায়ী, বিদেশে তাঁর সুচিকিৎসার পথ সরকার রাজনৈতিক কারণেই রোধ করে রেখেছে।

মঙ্গলবার দুপুরে ময়মনসিংহে মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক ‘দুর্নীতি’র প্রতিবাদে ঢাকাসহ ১০ মহানগরে আজ বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। নগরীর টাউন হল গেটে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী। পরে টাউনহল মোড় থেকে বিএনপির পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সমাবেশে এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ‘সরকারের ভ্রান্ত নীতি, অবাধ দুর্নীতি ও লুটপাটের জন্য অর্থনিতক বিপর্যয়সহ অসহনীয় লোডশেডিং, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, ৪০ বছরে দেশের অর্থনীতিতে এ সঙ্কট আগে দেখা যায়নি। অর্থনীতিবিদরা বলছেন, খরচ করার মতো টাকা ও ডলার সরকারের হাতে নেই।’ 

তিনি বলেন, ভোট চুরি করে সরকার ক্ষমতায় আছে বলেই তারা জনগণের দুঃখ, দুর্দশায়, কষ্টের কথা চিন্তা করে না। তারা আবারও ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকার ফন্দি করছে। এবার তাদের আর রক্ষা হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে তাদের বিদায় নিতেই হবে।

ওয়ারেস আলী মামুন বলেন, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতসহ সব ক্ষেত্রে ‘দুর্নীতি’ করে জনগণের অর্থ-লুটপাট করেছে সরকার। কুইক রেন্টালের নামে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তুলে নিয়েছে সরকারের লোকজন। 

শরীফুল আলম বলেন, জনগণের অর্থ চুরি করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে সরকার। যার ফলে দেশ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। দেশ-বিদেশে সরকারের ভোট চুরির বিরুদ্ধে সবাই জেগে উঠেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।