
পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক অটোরিকশাচালক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নৌপুলিশ বলছে, অবৈধভাবে উল্টোপথে সেতুতে ওঠার পর গার্ডদের ধাওয়ায় সেতুর ২১ নম্বর পিলার বরাবর তিনি ঝাঁপ দেন।
রবিবার (১৮ জুন) রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে রাতেই পদ্মা সেতু দক্ষিণ থানা, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ডুবুরিদল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। পরে সোমবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।