বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কে ৮ কিলোমিটারে যানজট

দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়ে টোল আদায়ে বিঘ্ন ঘটনায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু‌র আট কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধু সেতু‌র পূর্বপার থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়া পর্যন্ত এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে এলেঙ্গা হাইওয়ে থানার ওসি জাহিদ হাসান জানান।

জাহিদ বলেন, ভোরে বঙ্গবন্ধু সেতুর ওপর দুইবার যানবাহনের সংঘর্ষ ও একবার গাড়ি বিকল হয়। এতে ভোররাত ৩টার পর ১০ থেকে ১২ মিনিট, ৪টার পর প্রায় এক ঘণ্টা ও ৫টা ৩০ মিনিট থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে গাড়ির চাপ বাড়তে থাকলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌ মহাসড়কের ৮ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে ঘরমুখো লোকজন বিপাকে পড়েছেন জানিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছি। ইতোমধ্যে গাড়ি চলাচল শুরু হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে।’

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।