ঈদের আগে পাটুরিয়ায় নেই চীর চেনা ভীর

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঈদের আগে নেই সেই চিরচেনা দৃশ্য। নেই মানুষের ছোটাছুটি। নেই যানবাহনের সারি। নেই ফেরির জন্য দীর্ঘ অপেক্ষা। এখন যাত্রীরা কোনো ভোগান্তি ছাড়াই নদী পার হতে পারছেন।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিআইডব্লিউটিএ আরিচা নদী বন্দরের উপপরিচালক এসএম সাজ্জাদুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৮টি লঞ্চ ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১৫টি লঞ্চ চলাচল করছে। এছাড়াও আরিচা-কাজিরহাট নৌরুটে ৪৪টি স্পিডবোট চলাচল করছে। ফলে যাত্রীরা ভোগান্তি ছাড়াই পার হতে পারছেন।

সালাম হোসেন বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯টি বড় ফেরি, ৬টি ইউটিলিটি ফেরি ও ৩টি ছোট ফেরি দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার করা হচ্ছে। ঈদে ঘরমুখো মানুষের ভীড় বাড়লেও পর্যাপ্ত ফেরি চলাচল করায় ঈদযাত্রায় এ নৌরুটে কোনো ভোগান্তি নেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।