কাঁচামরিচের বাজারে অভিযান, লাখ টাকা জরিমানা

রাজধানীতে কাঁচামরিচের মূল্য তদারকির লক্ষ্যে গভীর রাতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুটি টিম। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত চলে এই অভিযান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ঢাকার বৃহৎ কাঁচামরিচের আড়তে পাইকারি বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য যাচাই করা হয়। কারওয়ান বাজার, যাত্রাবাড়ী কাঁচা বাজার ও যাত্রাবাড়ী থ্রি স্টার সবজি বাজার এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় কারওয়ান বাজারে এক ঘণ্টার ব্যবধানে কেজিপ্রতি পাইকারি মূল্য ২৫০ থেকে ৩৫০ টাকা রাখা, মূল্যতালিকা প্রদর্শন না করা, ক্রয়-বিক্রয়ের ক্যাশমেমো ঠিকমতো প্রদান না করায় দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।