শান্তিপূর্ণ ভোট হলে নৌকার বিজয় সুনিশ্চিত: আরাফাত

শান্তিপূর্ণ ভোট হলে নৌকার বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন ঢাকা-১৭ আসন উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আরাফাত। একইসাথে তিনি অতি উৎসাহী হয়ে দলের নেতাকর্মীদের সাংঘর্ষিক পরিস্থিতি না জড়ানোরও পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে পল্লবীর কালীবাড়ি এলাকায় প্রচার চালান নৌকার প্রার্থী।

এসময় তিনি বলেন, ভোটারদের কেন্দ্রমুখী করাই তার বড় চ্যালেঞ্জ। তাই দলের ভোটারদের কেন্দ্রে আনার ব্যাপারে উৎসাহিত করতে নেতাকর্মীদের আহবান জানান তিনি।

আশরাফুল আলম বা হিরো আলমের ভোটের প্রচারে বুধবারের হামলা প্রসঙ্গে আরাফাত বলেন, সব প্রার্থীর ভোট করার সাংবিধানিক অধিকার রয়েছে। কোনভাবেই যেন তা বিঘ্নিত না হয় সেটি নিশ্চিত করতে হবে। হিরো আলমের ওপর কারা হামলা করেছে, সেটি তদন্ত করে দেখারও আহবান জানান নৌকার এই প্রার্থী।

তিনি বলেন, ‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী। গত পরশু আমি ঝটিকা সফরে কালাচাঁদপুর এলাকায় ঘুরে গেছি। তাদের সকল সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। নির্বাচনে আমি তিনটি দিক থেকে বিজয়ী হতে চাই। জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া, জনসংযোগের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি করানো এবং একটি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া।’

তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে। ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ার পর আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এরপর ১ জুন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে এই আসন গঠিত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।