বেতাগীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বেতাগী বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগীতে সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআনের অবমাননা ও পোড়ানোর এবং সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন ও বৈষম্যোর প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৯ জুলাই) সারে ৫টায় উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদ মসজিদ থেকে শুরু হয়ে বেতাগী বাসষ্ট্যান্ড হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সন্ধ্যা সারে ৬ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাদদেশে সমাবেশ ও দোয়ামোনাজাত অনুষ্ঠিত হয়। সাংবাদিক শাহাদাত হোসেন মুন্নার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল হাই নেছারী,সাংবাদিক নেতা সাইদুল ইসলাম মন্টু,মাওলানা আবু ত্বোহা,মাওলানা সাইফুল ইসলাম ফুয়াদ,সাংবাদিক হোসাইন সিপাহি ও শ্রমিক নেতা মো শানু হাওলাদার।
দোয়া মোনাজাতকালে কোরআনের অবমাননাকারীদের পরম করুনা ময়ের কাছে হেদায়েত নসিব কিংবা ধংস কামনা করা হয় এবং এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠার পাশাপাশি এ সময় উল্লেখ করা হয় যা সকল মুসলমানদের হৃদয়ে আঘাত হানে। যারা আল কোরআনের অবমাননা করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। কোরআনের অবমাননা কোনো মুসলমানদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই এর প্রতিবাদে পথে নামা হয়।
উল্লেখ্য যে,গত ২৮ জুন সুইডিশ রাজধানী স্টকহোমের প্রধান মসজিদের সামনে পবিত্র ঈদুল আজহার দিনে প্রকাশ্যে কোরআন শরিফে যিনি আগুন দিলেন তিনি এক ইরাকি বংশোদ্ভূত ব্যক্তি।

সালওয়ান মোমিকা পাঁচ বছর আগে অভিবাসী হিসেবে সুইডেনে আসেন এবং সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন এখন তার সুইডিশ পাসপোর্ট রয়েছে। তিনি নিজেকে একজন নাস্তিক বলে দাবি করেন। ঘটনা বাংলাদেশসহ বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে। কোরআনের অবমাননা যারা করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি। আমরা মনে করি, সুইডেনে কোরআন পোড়ানো হয়নি, বিশ্বের মুসলমানদের হৃদয় পোড়ানো হয়েছে। এই ঘটনায় গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
তারা বলেন, কোরআনের অবমাননা কোনো মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমরা এর প্রতিবাদে রাজপথে নেমে এসেছি। সুইডেনে এর আগেও এমন নিন্দনীয় অপরাধের ঘটনা ঘটেছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে পবিত্র কোরআনে আগুন দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।