আগের চেয়ে নির্বাচনী পরিবেশ ভালো: মানবাধিকার কমিশন

এখন পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও নির্বাচনী পরিবেশ অনেক ভালো বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক নির্বাচনী প্রতিনিধি দল সোমবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি একথা বলেন।

বেলা সোয়া ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত নগরীর কারওয়ান বাজারে কমিশন কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের পরিবেশ এবং মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মানবাধিকার কমিশনের কাছে জানতে চায় ইইউ প্রতিনিধি দল। 

এই সময় কমিশন জানায়, সিটি নির্বাচনগুলোতে পরিবেশের উন্নতি দেখা গেছে। মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা কম হয়েছে। সার্বিক বিবেচনায় নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে বলে মনে করছে মানবাধিকার কমিশন। তবে মানবাধিকার লঙ্ঘন হয় এমন ঘটনায় কমিশন দৃষ্টি রাখছে।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনের সময় পর্যবেক্ষণ টিম পাঠানো যাবে কিনা বা প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে উনারা পরীক্ষা-নিরীক্ষা করতে এসেছেন। আমরা বলেছি, সাম্প্রতিক সিটি কর্পোরেশন নির্বাচনের প্রেক্ষিতে এখনকার পরিবেশ অনেক ভালো। দেশে মানবাধিকার পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

কামাল উদ্দিন আহমেদ বলেন, প্রতিনিধি দল জানতে চেয়েছেন আগের চেয়ে নির্বাচনী পরিবেশ কোনো উন্নতি হয়েছে কিনা, জবাবে চেয়ারম্যান বলেন, পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনের পর নির্বাচনী পরিবেশ অনেক উন্নতি হয়েছে। 

প্রতিনিধি দল জানতে চেয়েছে, আগামী সংসদ নির্বাচন কিভাবে ও কোন প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। জবাবে মানবাধিকার কমিশনের প্রধান জানিয়েছেন, ভোটের আগে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জেলা প্রশাসন ও পুলিশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কমিশন আলাদাভাবে বসবে। সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার সচেষ্ট।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের নির্বাচনী অনুসন্ধানী মিশন রোববার ভোরে ঢাকায় এসে পৌঁছায়। ২৩ জুলাই পর্যন্ত দুই সপ্তাহের সফরে ইইউ প্রতিনিধি দলটি সরকার, রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন, নিরাপত্তা কর্মকর্তা, সুশীল সমাজ এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।