বেতাগীতে ভোক্তা অধিকারের অভিযানে ৪ প্রতিষ্ঠানে জরিমানা

শাহাদাত হোসেন মুন্না ঃ বরগুনার বেতাগীতে ভ্রাম্যমান আদালত ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহম্মদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস, বেতাগী উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) বিপুল সিকদার, সেনিটারি ইন্সেপেক্টর মিজানুর রহমান ও বেতাগী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহম্মদ বলেন, মেয়াদউত্তীর্ণ পণ্য বিক্রয়,পন্য বিক্রয়ের মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্য বিক্রয় অনুমতি লাইসেন্স নাথাকা ও বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ইলেকট্রনিক্স দোকান এবং একটি সার ও বিস্কুটের দোকানে অভিযান পরিচালনা করে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আগামীতেও এমন অভিযান অব্যহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।