ঢাকায় ভোট দিতে পারছেন না হিরো আলম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও নিজের ভোট দিতে পারবেন না স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো।

তিনি জন্মস্থান বগুড়ার ভোটার। সুতরাং ঢাকা-১৭ আসনের ভোটার না হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোট দিতে পারবেন না তিনি। কেবল হিরো আলম নন, একাধিক প্রার্থী নিজেকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না বলে জানা গেছে।

নির্বাচনী আইন অনুযায়ী, সংসদ নির্বাচনে যে কোনো আসন থেকে নির্বাচন করার সুযোগ থাকলেও ভোট দেওয়ার সুযোগ নেই।

এদিকে সকাল ৮টা থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এরইমধ্যে ভোটগ্রহণ শুরুর দুঘণ্টা না পেরোতেই ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। সোমবার (১৭ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

হিরো আলম বলেন, আওয়ামী লীগের কর্মীরা আমাদের এজেন্টদের ওপর হামলা করেছে। তারা আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতেও দেয়নি। যারা আমাদের এজেন্টদের বের করে দিয়েছে, তাদের বুকে আওয়ামী লীগের ব্যাচ ছিল। নির্বাচনের শুরু থেকেই আওয়ামী লীগ আমার ওপর আক্রমণ করছে।

এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে কি না, এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এমন পরিবেশ যদি হয়- এজেন্টদের বের করে দেওয়া হয়, তার মানে তারা নিজেরাই ব্যালট মারবে (সিল), তাছাড়া এজেন্ট কেন বের করে দেওয়া হবে? এখন নির্বাচন সুষ্ঠু হবে কী না, আপনারা দেখার অপেক্ষায় থাকুন সবাই।

এ সবাই হিরো আলম বলেন, আমাদের এজেন্ট যতই বের করে দিক, আমরা শেষ পর্যন্ত থাকব। নির্বাচনের ফলাফল কি হয় সেটা দেখব।

এদিকে সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভোট বর্জন করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মো. তারেকুল ইসলাম ভূঞাঁ। নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা আবারও প্রমাণিত। তাই আমি এই নির্বাচন বর্জন করলাম।’

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে দলীয় প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।