জাণোটেণ কী? জ্বর

শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের হাইপোথ্যালামাস অঞ্চল। এটাকে বলে আমাদের দেহের ‘থার্মোস্ট্যাট’। এখান থেকেই শরীরের তাপমাত্রা কখন কত হবে সেই সংকেত সব জায়গায় পৌঁছায়।

  • জ্বর নিজে কোনো রোগ নয়, অন্য রোগের লক্ষণ। আর সবচেয়ে বেশি যে কারণে জ্বর হয় তা হলো জীবাণুর সংক্রমণ। পাশাপাশি অন্য ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও হৃদরোগের কারণেও জ্বর হয়।
  • জ্বর হওয়া মানে হলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ করছে ভালো। তবে জ্বর মানে যে সবসময় ভালো কিছু তাও নয়। শরীরের তাপ যত বেশি হবে তত শরীর থেকে পানি চলে যাবে। ওই সময় পানিশূন্যতাও দেখা দিতে পারে।
  • জ্বর বেশি হলে ব্রেন ড্যামেজের ঝুঁকি থাকে, এটা ভুল ধারণা। ১০৪ ডিগ্রির বেশি জ্বর সাধারণত হয় না। তবে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হয় যদি জ্বর ১০৬ বা তারও বেশি হয়ে যায়। আর শরীরের তাপ এতটা বাড়তে পারে শুধু প্রচণ্ড গরম পরিবেশে থাকলেই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।