অনুমতি না মেলায় ফের শনিবার সমাবেশের ঘোষণা জামায়াতের

পুলিশের অনুমতি না মেলায় সোমবারের সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটের আগের স্থানেই আগামী শনিবার (১০ জুন) সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি।

সোমবারের সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে বেলা ১১টায় রাজধানীতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। সেখানে নতুন কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

“শনিবার দুপুর ২টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ ও মিছিলের নতুন কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি। শিগগিরই আমরা সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করব,” সংবাদ সম্মেলনে বলেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ। আরও উপস্থিত ছিলেন জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, শফিকুল ইসলাম মাসুদ, মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলালউদ্দীন প্রমুখ। কেবল আমন্ত্রিত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি ফেইসবুকে সম্প্রচার করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।