ঢাবির বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে ভর্তিযোগ্য বিবেচিত হয়েছেন ১১ হাজার ১০৯ জন শিক্ষার্থী।

একই সাথে প্রকাশ হয়েছে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ফল। এই ইউনিটে সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থী পরীক্ষায় বসলেও ভর্তিযোগ্য বিবেচিত হয়েছেন ২১২ জন।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের এই দুই ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। 

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ( শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের’ ডিন অধ্যাপক জিল্লুর রহমান, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শিশির ভট্টাচার্য সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। 

ফল জানা যাবে যেভাবেসংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চ মাধমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট (admission.eis.du.ac.bd) থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।তাছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করেও ফল জানা যাবে। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।