হাইকোর্টে জামিন পেলেন জেকেজির সাবরিনা

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় দণ্ডিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন হোসেনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে সাবরিনার পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাসুদ-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

এ বিষয়ে আইনজীবী মাসুদ-উল হক গণমাধ্যমকে বলেন, অন্যান্য মামলায় যেহেতু আগেই সাবরিনা জামিন পেয়েছেন আজ তাই প্রতারণার মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না।

২০২২ সালের ১৯ জুলাই করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা ও সিইও আরিফুলসহ আটজনের ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত।

মামলার অপর ছয় আসামি হলেন —শফিকুল ইসলাম রোমিও, জেবুন্নেসা, আবু সাঈদ চৌধুরী, হুমায়ুন কবির হিমু, তানজিলা পাটোয়ারী ও বিপ্লব দাস।

অভিযোগপত্রে ডা. সাবরিনা ও আরিফুল হক চৌধুরীকে এই অসাধুচক্রের মূলহোতা বলে উল্লেখ করা হয়। বাকিরা প্রতারণা ও জালিয়াতি করতে তাদের সহযোগিতা করেন।

ভুয়া সনদ দেওয়া নিয়ে রাজধানীর কল্যাণপুরের এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২২ জুন জেকেজি হেলথ কেয়ারের কর্মচারী হুমায়ুন ফকির হিমু ও তার স্ত্রী তানজিলাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের কম্পিউটার থেকে ৪৩ জনের নামে তৈরি করা করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ পাওয়া যায়। যাদের মধ্যে চারজন প্রবাসীর প্রতিবেদনও ছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।