১০ দফা মানলে তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা: গয়েশ্বর

মার্কিন ভিসানীতির কারণেই জামায়াতকে সরকার রাস্তায় নামতে দিতে বাধ্য হয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। 

তিনি বলেছেন, সরকার ও শেখ হাসিনা যদি বুদ্ধিমান হয়, তাহলে বিএনপির ১০ দফা মেনে নেবে। নিরপেক্ষ সরকার ও বিএনপির ১০ দফা দাবি মেনে নিলে তারপর তত্বাবধায়ক সরকার নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ঐক্য পরিষদের আলোচনা সভা ও গুম হওয়া বিএনপি নেতাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

এসময় গয়েশ্বর বলেন, মার্কিন ভিসানীতি দেয়ার পর থেকে ভয়ে আওয়ামী লীগ সরকার ও তাদের দলের লোকেদের প্রতিদিন ব্লাড প্রেসার বেড়ে যাচ্ছে। 

অধিকার আদায়ের আন্দোলনে জনগণ ঐক্যবদ্ধ তা সরকার বুঝতে পারছে মন্তব্য করেন বলেন, আওয়ামী লীগ অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় থেকে গুম-খুনকে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু পশ্চিমা বিশ্ব শেষ সময়ে তা বুঝতে পেরেছে। 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।