সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে আমরা সন্তুষ্ট: সিইসি

খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। 

ভোট গ্রহণ শেষে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে।’

শান্তিপূর্ণ ভোট চলার মধ্যে হঠাৎ করেই বরিশালে হাতপাখার মেয়র প্রার্থী ইসলামী আন্দোলনের মুফতী সৈয়দ ফয়জুল করীমকে কিলঘুষি মারার অভিযোগ ওঠে। 

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বরিশালে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভোট বাধাগ্রস্ত হয়নি। এটি বিচ্ছিন্ন ঘটনা। তবে গুরুত্বের সাথে দেখছে কমিশন।

ফয়জুল করীমের রক্তাক্ত হওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রক্তাক্ত ব্যপারটা আপেক্ষিক। উনি কি মারা গেছেন? উনাকে আঘাত করা হয়েছে। পরে মেয়র প্রার্থী নিজেই বলেছেন, ভোট বাধাগ্রস্ত হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।