তারুণ্যের সমাবেশে বক্তব্য দিতে পারেননি হুম্মাম কাদের

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রথমবারের মতো চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের সমাবেশ। তরুণদের রাজপথে নামাতে ও তাদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে বুধবার চট্টগ্রাম থেকে শুরু হয় এই সমাবেশ।

সমাবেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এ নিয়ে কয়েক দফা হট্টগোল করেন তার সমর্থকরা।

জানা গেছে, চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়াসহ দক্ষিণ চট্টগ্রাম থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে সমাবেশস্থলে আসেন হুম্মাম কাদের চৌধুরী। সমাবেশস্থলে হুম্মাম কাদের চৌধুরীর বিপুলসংখ্যক অনুসারীর উপস্থিতির বিষয়টি আঁচ করতে পেরে পরিস্থিতি সামাল দিতে তাকে বক্তব্য দিতে দেওয়া হয়নি।

এর আগে পলোগ্রাউন্ড মাঠের সমাবেশে হুম্মাম কাদের চৌধুরীর ‘নারায়ে তাকবির’ স্লোগান দিয়ে আলোচনায় এসেছিলেন। বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে তুমুল আলোচনা হয়। সে সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, এটা তার নিজস্ব বিষয়।

হুম্মাম কাদের বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তার সমপর্যায়ের অনেক নেতাকে বক্তব্যের জন্য আমন্ত্রণ জানানো হলেও হুম্মাম কাদের উপেক্ষিত হয়েছেন বলে দাবি করেছেন তার সমর্থকেরা। একপর্যায়ে তারা হট্টগোল শুরু করেন। পরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সমর্থকদের শান্ত করেন।

এ বিষয়ে হুম্মাম কাদের একটি সংবাদমাধ্যমে বলেন, বক্তব্য দিতে না দেওয়ার কোনো কারণ দেখি না। আমাকে কেন বক্তব্য দেওয়ার সুযোগ দেয়নি, সেটি কেন্দ্রীয় নেতারা ভালো বলতে পারবেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।