বিএনপির সঙ্গে ইইউর বৈঠক ১৫ জুলাই

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল বিএনপি, জাতীয় পার্টি ও নতুন নিবন্ধনের জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এবি পার্টির সঙ্গে পৃথক বৈঠক করতে পারে। আগামী ১৫ জুলাই বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস কার্যালয়ে এই বৈঠক হতে পারে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।

সোমবার (১০ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়ামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে আসা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল।

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী অগ্রগামী দল ঢাকায় এসেছে গত শনিবার। প্রতিনিধিদলটির আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকা সফরের কথা রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।