জামাল-তপুদের বিশ্বকাপ বাছাইয়ের প্রতিপক্ষ জানা যাবে আজ

২০২৬ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয়। প্রথমবারের মতো ৪৮ দলের এই বিশ্বকাপের বাছাইয়ের এশিয়া অঞ্চলের ড্র বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি’র সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। রাউন্ড-১ এর বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষের নাম জানা যাবে এই ড্র তে।

২০২৬ বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে আটটি দল সরাসরি এবং আরেকটি দল প্লে অফের মাধ্যমে সুযোগ পাবে। ৪৮ টি দলকে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।

এশিয়ার ৪৫টি দেশ বিশ্বকাপ বাছাইয়ের জন্য খেলবে। সর্বশেষ ফিফা র‌্যাংকিংয়ে সবচেয়ে নিচে থাকা ১৮ টি দল নিয়ে রাউন্ড-১ এর খেলা হবে । বাংলাদেশ এশিয়ার সর্বনিন্ম ১৮ দলের মধ্যে থাকায় ১২ ও ১৭ অক্টোবরের হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে রাউন্ড-১ এর খেলা খেলতে। এই নয় ম্যাচের জয়ী দল বাকি ২৭ দলের সঙ্গে রাউন্ড-২ এ যোগ দেবে।

৩৬ দলকে নিয়ে রাউন্ড-২ এর ড্র অনুষ্ঠিত হবে। নয়টি গ্রুপে চারটি করে দল থাকবে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের জুন মাসের মধ্যে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে। নয় গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল তৃতীয় পর্বের জন্য উত্তীর্ণ হবে। রাউন্ড-২ এর ড্র’ও কাল একই সঙ্গে অনুষ্ঠিত হবে।

তৃতীয় পর্বে উত্তীর্ণ হওয়া ১৮ দলকে নিয়ে আবারও ড্র হবে। সেবার ১৮ দল তিন গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সরাসরি বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ার অবশিষ্ট দুই দলের ভাগ্য সরাসরি চতুর্থ রাউন্ডে নিষ্পত্তি হবে এবং আরেকটি দলকে আন্তঃমহাদেশীয় প্লে অফ খেলে আসতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।